দ্য রিপোর্ট ডেস্ক : ভাবুন তো, গোসল ছাড়া এক নাগাড়ে কতদিন কাটাতে পারবেন? এক, দুইদিন থেকে এক সপ্তাহ। শীতপ্রধান ও মরু অঞ্চলে অনেকেই অবশ্য এর চেয়ে বেশিদিনও গোসল না করে থাকেন। তাই বলে ৬০ বছর গোসল না করে থাকা সম্ভব! অবিশ্বাস্য হলেও সত্যি, ইরানের এক ব্যক্তি সর্বশেষ গোসল করেছিলেন ৬০ বছর আগে!

আমুও হাজি নামের ওই ইরানি মনে করেন পরিষ্কার-পরিচ্ছন্নতা তাকে অসুস্থ করে ফেলবে। এ জন্য তিনি গোসল করেন না। তবে তার চুলের যত্নের দরকার হলে তিনি হালকা আগুনের তাপ দেন। এ খবর প্রকাশ করেছে সানডে ওয়ার্ল্ড ম্যাগাজিন ও ডেইলি মেইল।

৮০ বছর ধরে আমুও ইরানের একটি ছোট গ্রামে বাস করছেন। ঘুম আসলে মাটি গর্ত করে অথবা খোলা ইটের খুপরিতে থাকেন তিনি।

আমুও সবসময় ছেড়া নেকড়া পড়েন। পশু-পাখির বিষ্ঠা দিয়ে ধূমপান করেন তিনি। পাশাপাশি ব্যবহার করেন বিভিন্ন মৃত পশু-পাখির হাড় ও খুলি। নিয়মিত পচা মাংস খেয়েই বেঁচে আছেন তিনি।

৬০ বছর গোসল না করে একটানা ২৫ বছর গোসল না করার রেকর্ড ভেঙ্গে দিয়েছেন আমুও।

(দ্য রিপোর্ট/এফএস/এসকে/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)