‘সংখ্যালঘুরা নিরাপদে থাকবে’
যশোর সংবাদদাতা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘শেখ হাসিনা থাকলে গণতন্ত্র থাকবে, বাংলাদেশ থাকবে, সংখ্যালঘুরা নিরাপদে থাকবে, বাংলাদেশে ভোটের অধিকার থাকবে’।
মালোপাড়ার মন্দির মাঠে শুক্রবার বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণের সময় এ সব কথা বলেন তিনি।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় জড়িত জামায়ত-শিবির ও তাদের মদদদাতা খালেদা জিয়া সমভাবে অপরাধী। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শিনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
পরে তিনি যশোরে অভয়নগরের মালোপাড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও টাকা বিতরণ করেন।
৫ জানুয়ারির নির্বাচনের দিন রাতে মালোপাড়ায় সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর ও তাদের মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানাতে মন্ত্রী ক্ষতিগ্রস্তদের মাঝে আসেন। এ সময় তিনি সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে ৫০ বাণ্ডেল ডেউটিন, দেড় লাখ টাকার চেক ও পরিবার প্রতি ৩০ কেজি চাল ও কম্বল বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক শাহ হাদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম, অভয়নগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক প্রমুখ।
(দ্য রিপোর্ট/জেএম/এসবি/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)