দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্ষুদে চিত্র শিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে ধানমণ্ডির ঢাকা আর্ট সেন্টার ও রবীন্দ্র সরোবরে চলছে প্রদর্শনী।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ক্ষুদে শিক্ষার্থীদের নিজ নিজ দেশের একটি নদীকে কেন্দ্র করে আঁকা শিল্পকর্ম নিয়ে দ্বিতীয় পর্যায়ে আয়োজিত ‘রিভার অব দ্যা ওয়ার্ল্ড’ প্রদর্শনীর অংশ হিসেবে এ চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রদর্শনী চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশের সিলেট অঞ্চলের ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছবি আঁকার বিষয়বস্তু হিসেবে নিয়েছে সুরমা নদী। শিশুদের এসব চিত্রকর্মে উপস্থাপিত হয়েছে তাদের অনুভূতির প্রকাশ। রং তুলির ছোঁয়ায় নিজেদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়েছে ক্ষুদে চিত্র শিল্পীরা। ক্যানভাসে তারা মেলে ধরেছে নদীকে কেন্দ্র করে গড়ে উঠা সংস্কৃতি ও ঐতিহ্যসহ হরেক রকম বিষয়। যুক্তরাজ্যের টেমস নদীকে কেন্দ্র করে নানা রকম চিত্র এঁকেছে যুক্তরাজ্যের ক্ষুদে শিক্ষার্থীরা।

চিত্রকর্ম প্রদর্শনী ছাড়াও রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে শুক্রবার বিভিন্ন ব্যান্ড দলের শিল্পীরা দর্শকদের মাতিয়ে রাখেন। শনিবার স্বগতা অ্যান্ড ফ্রেন্ডস ও লালন ব্যান্ড দলের শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিবেন।

দ্য হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি), বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/কেএম/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)