দ্য রিপোর্ট প্রতিবেদক : বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) মসজিদ থেকে অপহরণের নাটক করার অভিযোগে মাহি (১৬) নামে এক মাদ্রাসার ছাত্রকে আটক করা হয়েছে। ওই মসজিদ থেকে শুক্রবার সন্ধ্যা ৬টায় তাকে আটক করেছে র‌্যাব-১০।

এ ঘটনা সম্পর্কে র‌্যাব-১০ এর অপারেশন অফিসার (এএসপি) ফজলে রাব্বি দ্য রিপোর্টকে জানান, মাহি কোরআনে হাফেজ এবং বর্তমানে সে উত্তরার একটি মাদ্রাসায় পড়ছে। সে তার কয়েকজন বন্ধুর সাহায্যে এই নাটকটি পরিচালনা করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে মাহির বাসায় ফোন আসা শুরু করে। এ সময় ফোনে মাহির বাবার কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। কিন্তু ফোনকারীর ভাষায় পুরনো ঢাকার ভাষার টান পাওয়া যায়। এতে তাদের সন্দেহ হয়। পরে তারা র‌্যাবের সহায়তা চায়।

মাহির অভিভাবকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে চালিয়ে তারা পুরনো ঢাকা থেকে মাহির বন্ধু নাফিজকে আটক করে। এরপরই নাফিজের স্বীকারোক্তিতে এই অপহরণ নাটকের কথা বেরিয়ে আসে।

নাফিজের দেওয়া তথ্য অনুযায়ী বুয়েটের মসজিদ থেকে মাহিকে উদ্ধার করা হয়। বর্তমানে সে র‌্যাব-১০ এর হেফাজতে রয়েছে।

এই বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার রাত ১০টায় র‌্যাব-১০ এর প্রধান কার্যলয়ে একটি প্রেস ব্রিফিং করা হবে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এসকে/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)