কচুয়ায় ৫ প্রতিষ্ঠান ভাঙচুর
চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের কচুয়ায় বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় এ ভাঙচুর চালায় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ওপর হামলার প্রতিবাদে কচুয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কচুয়া উপজেলা আওয়ামী লীগ। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আল-ফাতেহা মডেল মাদ্রাসা, ক্যাব্রিয়ান স্কুল এন্ড কলেজ, চমক হাসপাতাল ও দিশারী ক্যাডেট স্কুল ভাঙচুর করে। এ সময় তারা দিশারী ক্যাডেট স্কুলের আসবাসপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে স্কুলের পশ্চিম পাশে দুটি বসতঘরও ভাঙচুর করে তারা।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন সোহাগ জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ওপর হামলার প্রতিবাদে তারা মিছিল সমাবেশ করেছেন। তবে কে বা কারা বসতঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তা জানেন না তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এমবি/এসবি/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)