১০৭ নম্বর রুম শূন্যতায় কাঁদছে
কলকাতা প্রতিনিধি, দ্য রিপোর্ট : কলকাতার মিন্টোপার্কের বেলভিউ নার্সিংহোমের ১০৭ নম্বর রুম গভীর শূন্যতায় কাঁদছে। মেডিকেল টিমের ডাক্তারদের মনও খারাপ। শুক্রবার দুপুরে মহানায়িকা যখন কেঁওড়া তলা মহাশ্মশানে চন্দন কাঠের সঙ্গে পুড়ছে তখনও ১০৭ নম্বর কেবিনে ঝুলছিল সেলাইনের নল।
এ দিকে মহানায়িকাকে চির জাগ্রত স্মৃতি করতে উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানের যে অংশে সুচিত্রা সেনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, সেখানে স্মৃতিফলক গড়ে তুলবে পশ্চিমবঙ্গ সরকার। তার স্মৃতিতে বালিগঞ্জ সার্কুলার রোডের একাংশের নাম রাখা হবে সুচিত্রা সেন সরণি। বালিগঞ্জ ফাঁড়ির নাম হবে সুচিত্রা সেন স্কয়ার। শুক্রবার রাতে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(দ্য রিপোর্ট/এসএম/এমসি/জানুয়ারি ১৭, ২০১৪)