দিরিপোর্ট২৪ ডেস্ক : বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রথমবারের মতো দেশের অ্যাপ-প্রস্তুতকারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি করেছে। কম্পিউটার বিজ্ঞান বা সমপর্যায়ের দেশিয় শিক্ষার্থীদের উইন্ডোজ ফোন এবং উইন্ডোজ ৮ এর নিরীক্ষামূলক অ্যাপ তৈরির অভিজ্ঞতা দিতেই এ উদ্যোগ।

বাংলাদেশে মাইক্রোসফটের মুখপাত্র তানজিম সাকিব জানান, উইন্ডোজ ফোন ও উইন্ডোজ এর উদ্ভাবনী সমাধান তৈরিতে আধুনিক প্লাটফর্মের সঙ্গে স্থানীয় কারিগরি শিক্ষার্থীদের পরিচিত করাতেই এ ইন্টার্নশিপের সুযোগ দেয়া হবে। কিছু নির্বাচিত দেশিয় বিষয়ে আন্তর্জাতিক মানের সমাধান অ্যাপস তৈরিই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
মাইক্রোসফট বাংলাদেশে বেশ ক’বছর ধরেই কারিগরি শিক্ষার্থীদের বিনামূল্যে সফটওয়ার প্রশিক্ষণ ও ইমাজিন কাপের মতো আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা স্থানীয়ভাবে আয়োজন করে থাকে।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/এমডি/অক্টোবর ৩০, ২০১৩)