দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্টুরেন্টে শুক্রবার আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। রেস্টুরেন্টটিতে বেশিরভাগই বিদেশি নাগরিক যাতায়াত করতেন। খবর বিবিসির।

ওই কর্মকর্তা জানান, কাবুলের অদূরে ওয়াজির আকবর খান এলাকায় সংঘটিত এ হামলায় নিহতদের মধ্যে দেশি ও বিদেশি নাগরিক রয়েছেন। সেখানে অনেকগুলো বিদেশি দূতাবাস ও সংস্থার কার্যালয় রয়েছে।

শুক্রবার রাতে ত্যাবেরনা দ্য লিবান নামের ওই রেস্টুরেন্টে ডিনার চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ূব সালাঙ্গি জানান, আক্রমণকারী তার শরীরে বাধা বিস্ফোরক রেস্টুরেন্টের গেটের সামনে বিস্ফোরণ ঘটায়।

তিনি জানান, ওই সময় দুই বন্দুকধারী রেস্টুরেন্টের ভেতর ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কমপক্ষে ১৪ জন নিহত হন এবং ৩০ জনেরও বেশি আহত হন। নিহতদের মধ্যে ৪ নারীও রয়েছেন বলে জানান এ মন্ত্রী।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)