চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুলালনগরে দুর্বৃত্তরা ৮টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের দুলালনগর গ্রামে দুর্বৃত্তরা হানা দেয়। এ সময় তারা পরপর ৮টি বোমার বিস্ফোরণ ঘটায়।

দুলালনগর ক্যাম্পের এএসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ বিস্ফোরণ হয়েছে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আওতাধীন গোপালপুর গ্রামে। একই কথা জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব।

(দ্য রিপোর্ট/আরআর/এএস/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)