দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময় চরম ভোগান্তিতে পড়েন উভয়পাড়ে আটকে থাকা শত শত যাত্রীবাহী বাস ও মিনিবাসসহ অন্য যাত্রীরা।
শনিবার ভোর ৪টার দিকে কুয়াশা বেশি পড়তে থাকার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৯টায় কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ম্যানেজার (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সারারাত তেমন কুয়াশা ছিল না। ভোরে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরি চলাচলে অসুবিধা হওয়ায় পারাপার বন্ধ করে দেওয়া হয়। এ সময় উভয়পাড়ে ফেরিগুলো আটকে রাখা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
তিনি আরও জানান, কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হয়। উভয়পাড়ে আটকে থাকা তিন শতাধিক যাত্রীবাহী যান, ট্রাকসহ বিভিন্ন গাড়ি পারাপার করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এনইউ/এএস/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)