নূরের গাড়িতে হামলার প্রধান আসামির মৃতদেহ উদ্ধার
নীলফামারী সংবাদদাতা : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা এবং আওয়ামী লীগের চার নেতাকর্মী হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা গোলাম রব্বানীর (৩৮) মৃতদেহ উদ্ধার করেছে নীলফামারী থানা পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে পলাশবাড়ী ইউনিয়নের আরজি ইটাখোলা গ্রামের সীতানাথ বাঁশঝাড় থেকে রব্বানীর মৃতদেহ উদ্ধার করা হয়।
রব্বানী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দুবাছড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে এবং টুপামারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন কুমার রায় দ্য রিপোর্টকে জানান, স্থানীয়রা সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কটির বাঁশঝাড়ে মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানান তিনি।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, নিহত রব্বানীর গালে ও ঘাড়ে আঘাতের চিহৃ রয়েছে।
এদিকে বিএনপি নেতার মৃতদেহ উদ্ধারের খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
(দ্য রিপোর্ট/এএম/এএস/এএল/জানুয়ারি ১৮, ২০১৪)