গাজীপুর সংবাদদাতা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বর্তমান মেয়াদে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে। মেট্রোরেল, কর্ণফুলী সেতু, বিআরটিসি, আগামী বর্ষা মৌসুমের আগে ভাঙ্গাচোরা সড়কগুলো ব্যবহার উপযোগী করার নির্দেশও সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে শনিবার সালনা এলাকায় সংবাদকর্মীদের এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাব। এ সময় যানজটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমি সোচ্চার থাকব।

মন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের উন্নয়ন কাজ পিছিয়ে গেছে। জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ কাজ আগামী অর্থবছরের মাঝামাঝি শেষ হবে বলে জানান তিনি।

এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয় ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/এএল/জানুয়ারি ১৮, ২০১৪)