ইবিতে ৫ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু
কুষ্টিয়া সংবাদদাতা : দুই দফা পেছানোর পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ৫ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। শেষ হবে ২২ জানুয়ারি বিকাল ৩টায়।
পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার ভর্তি পরীক্ষায় ১৪৬৫ আসনের বিপরীতে ৭৪ হাজার ৫২৯ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ২২টি বিভাগের ভর্তি পরীক্ষা আটটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ, আনসার, র্যাবের পাশপাশি ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/এএল/জানুয়ারি ১৮, ২০১৪)