দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির একটি পাঁচতারকা হোটেল থেকে স্ত্রী সুনন্দা পুস্করের মৃতদেহ উদ্ধারের পর দেশটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরকে বুকের ব্যথার কারণে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার অবস্থা স্থিতিশীল আছে বলে হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন।

নয়াদিল্লির চানক্যপুরীর লীলা প্যালেস হোটেলের একটি কক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় শশীর স্ত্রী সুনন্দা পুস্করের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্ত্রীর মৃত্যুর ব্যাপারে শশীই পুলিশকে জানিয়েছিলেন। তবে কীভাবে সুনন্দা মারা গেছেন, তা এখনও জানা যায়নি। তবে পুলিশ এখনও এ ঘটনাকে আত্মহত্যা বলেনি। তারা কোনো সুইসাইড নোটও পায়নি বলে জানিয়েছে।

গত বুধবার টুইটারে পাকিস্তানের মেহের তারার নামের এক নারী সাংবাদিকের সঙ্গে শশী থারুরের বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছিলেন স্ত্রী সুনন্দা। মেহের তারার নামে ওই সাংবাদিক আইএসআই এজেন্ট বলেও মন্তব্য করেছিলেন তিনি। ওই সময় শশীর সঙ্গে বিয়েবিচ্ছেদ চান বলেও জানিয়েছিলেন সুনন্দা।

যদিও পরে তা অস্বীকার করেন সুনন্দা পুস্কর। তিনি জানান, তার এবং তার স্বামীর টুইটার অ্যাকাউন্ট বর্তমানে কাজ করছে না। ভারতের একটি বেসরকারি টেলিভিশন নিউজ চ্যানেলে সুনন্দা জানিয়েছিলেন, মেহের জানেন না শশীর একটা সুখী দাম্পত্য জীবন আছে।

গত দুই-এক দিনের এত ঘটনার পরও সুনন্দার মৃতদেহ রহস্যজনকভাবে উদ্ধার হওয়ায় নতুন করে বিপাকে পড়েন শশী থারুর।

এদিকে, মেহের তারারও শশীর সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেছেন। শশীর স্ত্রীর মৃত্যুর খবর শুনে টুইটারে শোক প্রকাশও করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১০ সালে দুবাইয়ের ব্যবসায়ী সুনন্দা পুস্করকে বিয়ে করেন শশী থারুর। (সূত্র : বিবিসি, এনডিটিভি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)