দ্য রিপোর্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনকে নিয়ে কৌতূহল, রহস্যময়তা ও আগ্রহের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ১৯৭৮ সালে ‘প্রণয় পাশা’ চলচ্চিত্রে শেষবারের জন্য ক্যামেরার সামনে এসেছিলেন। তারপর তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে৷ আর সর্বশেষ শুক্রবার চলে গেলেন চিরঅন্তরালে। সবার প্রিয় এই তারকার জীবন নিয়ে চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিজিৎ চৌধুরী।

বিজ্ঞাপন জগতে খ্যাতিমান এই পরিচালক এর আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘পাতাল ঘর’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করে সকলকে চমকে দেন৷ দীর্ঘ বিরতির পর এবার তিনি সুচিত্রা সেনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই ছবির নাম ‘সুচিত্রা’৷ দীর্ঘদিন ধরেই অভিজিৎ বিষয়টি নিয়ে পরিকল্পনা করছিলেন। তবে এখানেই শেষ নয়৷ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য পরিচালকের কথা হয়েছে সুচিত্রা সেনের নাতনি রাইমা সেনের সঙ্গে৷

জিনিউজ সূত্রমতে, ‘সুচিত্রা’য় অভিনয় প্রসঙ্গে রাইমা অবশ্য একবার বলেছিলেন, ‘আমি এখনই হ্যাঁ বা না কিছুই বলতে পারছি না৷ কারণ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চিত্রনাট্য৷ যদি সব ঠিকমতো হয়, তাহলে এটা একটা ঐতিহাসিক ছবি হতে পারে৷ কারণ, ফিকশন আর নন ফিকশন মিলিয়ে এই ধরনের ছবি এখানে আগে কেউ বানায়নি৷’

পরিচালক অভিজিৎ বলেন, ‘এটা ঠিক যে, সুচিত্রা সেনের জীবনালেখ্য নিয়েই চলচ্চিত্রটি বানাতে চাই৷ তবে, কী স্ট্রাকচার হবে সেটা এখনও ঠিক হয়নি৷ চিত্রনাট্য লেখা শেষ হলেই আমি রাইমার সঙ্গে দেখা করব৷’

‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রখ্যাত প্রযোজক উজ্জ্বল সিংহ ‘সুচিত্রা’ প্রযোজনা করবেন । এ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘মূল গল্প হচ্ছে-এক সাধারণ মেয়ের বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে অনন্য হয়ে ওঠার কাহিনী৷ তারপর খ্যাতির মধ্যগগণে থেকে, একটা সময় আড়ালে চলে যাওয়া; হয়ে যাওয়া ভারতের গ্রেটা গার্বো।

সুচিত্রা সেনের মৃত্যুর পর নতুন করে আলোচনায় উঠে এসেছে এই চলচ্চিত্রটি নির্মাণের প্রস্তুতি ও অগ্রগতির প্রসঙ্গ। এখন শুধু অপেক্ষার পালা।

(দ্য রিপোর্ট/এআর/এএল/জানুয়ারি ১৮, ২০১৪)