মুজিবনগরে মৃতদেহ উদ্ধার
মেহেপুর সংবাদদাতা : জেলার মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের কৃষক আবু বক্করের (৪৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরবর্তী একটি আমবাগান থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
হত্যা না অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে মৃতদেহের ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, তারানগর গ্রামের লিপন মল্লিকের আমবাগানে কৃষক আবু বক্করের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মুজিবনগর থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
এদিকে আবু বক্করকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
(দ্য রিপোর্ট/এমআর/এএস/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)