দ্য রিপোর্ট প্রতিবেদক : খিলগাঁও থানার এসআই কামরুল ইসলামের প্রত্যক্ষ মদদে বাড়ি ও দোকান ভাংচুর-লুটপাটের অভিযোগ উঠেছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাজী সামসুল ইসলাম এই অভিযোগ করেন।

খিলগাঁওয়ের বাসিন্দা সামসুল বলেন, নন্দীপাড়ার নতুন বিশ্বরোডে ৪৬/৪ নম্বর বাড়িটি আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে বসবাস করছি। আমাদের বাড়ির পেছনে এসআই কামরুলের বাড়ি। আমার বাড়ির উপর দিয়ে রাস্তা নেওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হয়রানি করে আসছে।

১৪ জানুয়ারি নজরুল, জিয়াউর রহমান, এমদাদ হোসেন, আবু সাঈদ, মো. বকুলসহ ১০-১৫ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে হামলা ও লুটপাট করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এরই পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি খিলগাঁও থানায় মামলাও করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্জ্ব জয়নাল আবেদিন, যুবায়ের আহমেদ, মুহাম্মদ আলম, আব্দুল সালাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এইচএসএম/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)