বরিশালে স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
বরিশাল সংবাদদাতা : বরিশাল নগরীর নতুন বাজারের হালিমা মঞ্জিল থেকে শনিবার সকাল ১০টায় স্বর্ণ ব্যবসায়ী রুবেল সরদারের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রুবেল নগরীর আমানতগঞ্জ সিকদারপাড়ার মাসুদ সিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্মশানঘাটের পুল সংলগ্ন রিয়া গিনি হাউজের মালিক রুবেল নতুন বাজারের হালিমা মঞ্জিলের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। স্ত্রী-সন্তান তার বাড়িতে যাওয়ায় রুবেল ঘরে একা ছিলেন।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, রুবেলের মৃতদেহ একই ভবনের চতুর্থ তলা থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলেই পুলিশ মনে করছে। মৃতদেহ উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/বিএস/এএস/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)