রাজধানীতে দুটি মৃতদেহ উদ্ধার
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উত্তরা ও পল্লবী থেকে পৃথক দুটি ঘটনায় দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার সেকশন ১২, ব্লক সি ১৮ নম্বর বাসার তামিরুল হায়াত ইনস্টিটিউটের একটি কক্ষ থেকে এক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। শিক্ষকের নাম সাইফুল ইসলাম জুয়েল (২৬)। বাবা মৃত নেসার আহমেদ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের রোকনপুর গ্রামে।
পল্লবী থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান খবর পেয়ে সকাল ৭টা ৪৫ মিনিটে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
মো. কামরুজ্জামান মাদ্রাসার অধ্যক্ষ আলী আজমের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় ওই শিক্ষক নিজের রুমে ঘুমিয়ে পড়েন। সকালে ৬টার সময় তাকে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
অপরদিকে, শনিবার সকাল পৌনে ১০টার সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরার ৯ নং সেক্টরের সুলতান চেয়ারম্যানের বাড়ির পরিত্যক্ত রুম থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই রুমের ভেতরে কালো ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন পানি ঢালে। আগুন নেভানোর পর লোকজন ওই রুমে ঢুকে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
(দ্য রিপোর্ট/এসআর/এএস/এমডি/সা/জানুয়ারি ১৮, ২০১৪)