পেঁয়াজের দাম সর্বোচ্চ : বাণিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস আর বাড়বে না
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বর্তমানে দেশের বাজারে পেঁয়াজের দাম সর্বোচ্চ হলেও এ দাম আর বাড়বে না বলে আশ্বাস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ঈদুল ফিতরের পর পেঁয়াজের দাম ৮০ টাকায় পৌঁছলে তখনও আর দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছিলেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। আর এখন পেঁয়াজের কেজি ১০০ টাকারও বেশি। এই পরিস্থিতিতেও সেই একই আশ্বাস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণলায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। বিভিন্ন স্থল বন্দর দিয়ে ভারত থেকে নতুন পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। এখন আর পেঁয়াজের সংকট থাকবে না, পেঁয়াজের মূল্য আর বৃদ্ধি পাবে না। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের দাম কমবে।
পেঁয়াজের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভায় আমদানিকারক, পাইকারী ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যবসায়ী এসোসিয়েশনের নেতারা সরকারকে এ প্রতিশ্রুতি দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি মুর্তজা রেজা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
এতে আরো বলা হয়, পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। অল্প দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। পাকিস্তান থেকে প্রায় ১৫০ কন্টেইনার পেঁয়াজ কেনার এল সি খোলা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো পেঁয়াজ আমদানিকারকদের সহায়তা অব্যাহত রেখেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরগুলোতে কাষ্টমস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন পেঁয়াজ আমদানিকারকদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দিচ্ছে। পেঁয়াজ নিয়ে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হয় বা কৃত্রিম উপায়ে পেঁয়াজের সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করা না হয়, সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরের আগে প্রতি কেজি পেয়াজ সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হলেও ঈদের পর অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। এর পরিপ্রেক্ষিতে বাজারে স্থিতিশীলতা ফেরাতে পেঁয়াজ আমদানিকারকদের সুবিধার্থে ব্যাংক ঋণের সুদের হার এবং এলসি মার্জিন কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থাও নেয় বাণিজ্য মন্ত্রণালয়। তারপরও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসেনি।
বাণিজ্য মন্ত্রণালয়েরর সভায় অতিরিক্ত সচিব (আমদানি) মনোজ কুমার রায়, টিসিবির চেয়ারম্যান সারওয়ার জাহান তালুকদার, বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং ডিজিএফআই ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পেঁয়াজ আমদানিকারক সমিতি, পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী সমিতি এবং শ্যামবাজার ব্যবসায়ী সমিতির নেতারা সভায় উপস্থিত ছিলেন।
(দিরিপোর্ট২৪/আরএম/এইচএসএম/অক্টোবর ৩০, ২০১৩)