যুক্তরাষ্ট্রের কাছে ভারতের আরেক সমস্যা ‘নরেন্দ্র মোদি’!
দ্য রিপোর্ট ডেস্ক : ভিসা আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নিউ ইয়র্কে আটক ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তবে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে দেবযানী ইস্যুর চেয়েও গুরুতর সমস্যা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। টাইম ম্যাগাজিন এ খবর জানিয়েছে।
প্রভাবশালী এই ম্যাগাজিনটির ২৭ জানুয়ারি সংখ্যায় ঠাঁই পেয়েছে দেবযানী ইস্যু। এতে বলা হয়েছে, দেবযানীকে নিয়ে তৈরি হওয়া ভারত ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন সহজেই শেষ হচ্ছে না। বরং ভিসা বিতর্কে ভারতের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম যুক্ত হতে পারে বলে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিজেপি ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে জয়লাভ করলে নরেন্দ্র মোদি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। তবে প্রধানমন্ত্রী হলেও নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা নাও দেওয়া হতে পারে বলে টাইম ম্যাগাজিনের ওয়াশিংটন ব্যুরো চিফ মাইকেল ক্রাউলি জানিয়েছেন।
এর আগে, ২০০২ সালে গুজরাটের দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে নরেন্দ্র মোদিকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ এনআই/জানুয়ারি ১৮, ২০১৪)