কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বেড়াকুঠি বাজার সংলগ্ন ব্রিজের পাশে বিশেষ অভিযান চালিয়ে এএসআই মিন্টুর নেতৃত্বে একদল পুলিশ হারুন অর রশিদ (২৫) ও আঃ রশিদ (২৮) নামের দুই যুবককে ২৫০ গ্রাম গাঁজা ও একটি ডায়াং-১০০ সিসি মোটরসাইকেলসহ আটক করে।

আটককৃত হারুন অর রশিদ-লালমনিরহাট জেলার বিডিআর রোডের মৃত শামছুল হকের ছেলে এবং আঃ রশিদ খোচাবাড়ী সাদুটারী এলাকার আবুল কাশেমের ছেলে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার এএসআই মিন্টু জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেআই/এপি/সা/জানুয়ারি ১৮, ২০১৪)