এরশাদকে বাদ দিয়ে কর্মসূচি রওশনের
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাভার জাতীয় স্মৃতিসৌধে রবিবার সকাল ১১টায় পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি দিয়েছেন সংসদের বিরোধীদলের নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।
পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ শনিবার দুপুরে সাংবাদিকদের একথা জানান।
এদিকে, স্মৃতিসৌধে ফুল দেওয়ার এই কর্মসূচির বিষয়ে কিছুই জানেন না দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার।
রুহুল আমীন হাওলাদার দ্য রিপোর্টকে জানান, ‘সাভারের স্মৃতিসৌধে ফুল দেওয়ার বিষয়ে আমি ও চেয়ারম্যান অবহিত নই। তারা কি কর্মসূচি দিচ্ছেন আমরা কিছুই জানি না।’
তিনি আরও বলেন, ‘এখন তো কোন বিশেষ দিবস নয়। শপথও অনেক আগেই হয়ে গেছে। এখন তো ফুল দেওয়ার কিছু নেই। দিলেও তো আমাদের জানানো দরকার ছিল।’
রওশনের বাসার নিচে জাপার সাবেক মুখপাত্র কাজী ফিরোজ রশিদ সাংবাদিকদের আরও বলেন, ‘জাপার নব নিযুক্ত মুখপাত্ররা কৌশলগত কারণে মুখ খুলেন না। এটাই জাতীয় পার্টির কৌশল।’
এ বিষয়ে দলের মুখপাত্র ও মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, ‘কই, আমি তো তোমার সাথে কথা বলছি। আর কর্মসূচি বা সভা-সমাবেশ না থাকলে প্রতিদিন তোমাদের কি বলবো?’
‘সংসদীয় দলের সিদ্ধান্ত নিবেন রওশন এবং পার্টির সিদ্ধান্ত নিবেন এরশাদ’- কাজী ফিরোজের এমন বক্তব্যের প্রসঙ্গে রুহুল আমীন হাওলাদার বলেন, ‘পার্টি ও সংসদীয় দলকে আলাদা করে দেখার তো সুযোগ নেই। পার্টির চেয়ারম্যানও সাংসদ, আমিও সাংসদ।’
তবে রুহুল আমীন হাওলাদার দাবি করেন, ‘পার্টির এ সমস্যা কিছুই না। সময়ের আবর্তে সব ঠিক হয়ে যাবে। জাতীয় পার্টির প্রাণ হলেন এরশাদ। যারা এরশাদকে বাদ দিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন তারা বোকার স্বর্গে বাস করেন।’
জাপার সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের বিষয়ে হাওলাদার বলেন, ‘মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে। চেয়ারম্যান সাক্ষাৎকার নিবেন। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত।’
রওশন এরশাদের গুলশানের বাসায় জাপার কাজী জাফর অংশের মহাসচিব গোলাম মসীহর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের প্রসঙ্গে হাওলাদার বলেন, ‘এখন কাজী জাফর আহমদের কি হবে?’
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কথা ছিল রওশন এরশাদের। দলীয় কোন্দলেন কারণে সে কর্মসূচি বাতিল করেছিলেন তিনি।
(দ্য রিপোর্ট/এসএ/জেএম/এনআই/জানুয়ারি ১৮, ২০১৪)