‘ডাকসু আবারো সক্রিয় হবে’
ঢাবি প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে অচল ছাত্র রাজনীতির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আবারো সক্রিয় হবে।
ঢাবির মাস্টারদা সূর্য সেন হলের অ্যালামনাই আসোসিয়েশনে শনিবার সন্ধ্যায় পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, কম্পিউটার ও ফগার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, অতীতে এই ডাকসু থেকে বাংলাদেশের নেতৃত্ব গড়ে উঠেছে, ডাকসু আবারো সক্রিয় হলে বাংলাদেশের ছাত্র রাজনীতির সোনালি অতীত ফিরে পাবে। যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।
উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ জুন সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও আজো ডাকসু নির্বাচন দেওয়া সম্ভব হয়নি।
মাস্টারদা সূর্য সেন হল প্রোভেস্ট ও নব নির্বাচিত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সূর্য সেন হল অ্যালামনাই আসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুম মনির, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হলের প্রাক্তন ছাত্র অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন ও হলের প্রাক্তন ছাত্র অধ্যাপক সদরুল আমিন, প্রো-ভিসি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, হলের অ্যালামনাই আসোসিয়েশনের সদস্য, প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।
অনুষ্ঠান শেষে সূর্য সেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন উপাচার্যের নিকট ১০টি কম্পিউটার ও একটি ফগার মেশিন হস্তান্তর করেন।
(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/এনআই/জানুয়ারি ১৮, ২০১৪)