২ বছরে শিশু যৌন নিপীড়নকারী ৪০০ যাজক বরখাস্ত
দ্য রিপোর্ট ডেস্ক : মাত্র দুই বছরে শিশু যৌন নির্যাতনের অভিযোগে বিভিন্ন চার্চের চারশ’ যাজককে বরখাস্ত করেছিলেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ২০১১-১২ বছরে এ সকল যাজকদের বরখাস্ত করা হয় বলে ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর ডেইলি মেইলের।
জেনেভায় জাতিসংঘের শুনানিতে অংশ নিয়ে ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ এ তথ্য প্রকাশ করল। গত ১৬ জানুয়ারি তারা সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের শুনানিতে অংশ নেয়।
প্রসঙ্গত, এই প্রথম কোনো ক্যাথলিক চার্চ যাজকদের অপকর্মের তথ্য প্রকাশ করল।
প্রকাশিত তথ্যে দেখা গেছে, আগের বছরগুলোর তুলনায় শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। ২০০৮-০৯ বছরে এ অপরাধে ১৭১ জন যাজককে বরখাস্ত করা হয়েছিল।
(দ্য রিপোর্ট/এসকে/ আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)