বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে মোফাজ্জেল হায়দার (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকা থেকে শনিবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

মোফাজ্জেল হায়দার ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের মৃত মোকসুদ আলীর ছেলে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক দ্য রিপোর্টকে জানান, মোফাজ্জেলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ফকিরহাট থানায় কয়েকটি মামলা রয়েছে। সে সব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ওয়াদুদ দ্য রিপোর্টকে জানান, মোফাজ্জেল হায়দার ফকিরহাট উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/ এনআই/জানুয়ারি ১৮, ২০১৪)