আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে দুজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর প্রায় সাড়ে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইলের দুটি বগি বুধবার রাতে আখাউড়ায় লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই কিশোরগঞ্জের ঈশ্বরগঞ্জের নূরুল আমিন (৪৫) ও নেত্রকোনার মুস্তাকিন (২৫) নামে দুজন নিহত হয়েছেন। আহতদের পাশের হাসপাতালে নেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আখাউড়া রেল জংশন কলোনি এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামগামী ট্রেনটির একটি বগি লাইন থেকে বেরিয়ে উল্টে যায়। এতে ভেতরের যাত্রীরা ছিটকে পড়েন।
আখাউড়া রেলওয়ে হাসপাতালের ফার্মাসিস্ট কামরুজ্জামান জানান, ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ১৯ জনকে উন্নত চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
উদ্ধারকারী ট্রেন ও ফায়ার ব্রিগেড কর্মীরা লাইন থেকে দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে নিলে সকাল পৌনে ৯টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে উদ্ধারদলের কর্মকর্তা মো. মুহসীন জানান।
(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ৩১, ২০১৩)