চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি পিস্তল, ১টি রিভলবার, ১১ রাউন্ড গুলি ও ৫টি ম্যাগজিনসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৫।

আটকরা হলেন-উপজেলার বিনোদপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রইসউদ্দিনের ছেলে মো. রাজা (৩৭), তার ২ সহযোগী একই এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুর রশিদ (২৪) ও মনাকষা ইউপির পারচৌকা গ্রামের রশিদ মিয়ার ছেলে মাসুদ রানা (২০)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অস্থায়ী ক্যাম্পে শনিবার সন্ধ্যা ৭টার দিকে আটকদের গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। এ সময় র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান জানান, বিকেল সাড়ে ৫টায় শিবগঞ্জ পৌরসভার কাঁচাবাজার এলাকায় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এআরএন/এমএইচও/এসবি/জানুয়ারি ১৮, ২০১৪)