নড়াইল সংবাদদাতা : নড়াইলের নড়াগাতিতে একটি বিরোধপূর্ণ জমির সালিশ নিয়ে ফিরোজ ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুরে তিনি মারা যান।

নিহতের বাড়ি কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিনগর গ্রামের আলমগীর ভূঁইয়া ও মিজানুর ভূঁইয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের মীমাংসা করতে শনিবার সকাল ১০টার দিকে আলমগীরের বাড়িতে সালিশ বৈঠক বসে। সে সময় আলমগীরের সঙ্গে সালিশ বৈঠকে উপস্থিত থাকা কালিনগর গ্রামের ফিরোজ ভূঁইয়ার কথাকাটি হয়। এক পর্যায়ে আলমগীর ধারালো অস্ত্র দিয়ে ফিরোজকে কুপিয়ে জখম করে।

আহতাবস্থায় প্রথমে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এমএআর/জানুয়ারি ১৮, ২০১৪)