দ্য রির্পোট প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী রবিবার। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন।

জন্মদিন উপলক্ষে রবিবার সকাল ১০টায় শেরেবাংলা নগরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বামী জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি দ্য রির্পোটকে এ তথ্য জানান। একই সঙ্গে তিনি বলেন, দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত থাকবেন।

জিয়াউর রহমান সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ‘বীর উত্তম’ খেতাবপ্রাপ্ত হন।

জন্মদিন উপলক্ষে রবিবার ভোরে দলের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিনের কর্মসূচি শুরু হবে। এ ছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করেছে।

ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন দ্য রিপোর্টকে জানান, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার সকাল ১০টায় থেকে বিকেল ৩টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন ও সকাল ১০টায় জিয়ার মাজারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘সিপাহী জনতার বিপ্লবের’ মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল।

১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে মর্মান্তিকভাবে নিহত হন।


(দ্য রির্পোট/এমএইচ/এমএইচও/এমএআর/জানুয়ারি ১৯, ২০১৪)