মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জে দাফনের চার দিন পর কবর থেকে পাপিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃতদেহ উত্তোলন করেছে পুলিশ।

সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামে শনিবার দুপুরে ওই মৃতদেহ উত্তোলন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন দ্য রিপোর্টকে জানান, নিহতের স্বজনদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ওই গৃহবধূর মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাপিয়ার ফুফা আবদুল টুকু বৃহস্পতিবার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাপিয়ার স্বামী, ভাসুর ও শ্বশুর-শাশুড়িসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

নিহতের স্বজনদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন পাপিয়াকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত। সোমবার সালাম (পাপিয়ার স্বামী, বর্তমানে বিদেশে অবস্থানরত) মুঠোফোনে শ্বশুরবাড়ির লোকজনকে পাপিয়াকে মারধর করতে বলে। তার নির্দেশে পাপিয়াকে মারধর করা হয়। একপর্যায়ে সে মারা যায়। পরে তার মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনইউএস/এমএইচও/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)