মনসুর আহম্মেদ, রাঙ্গামাটি : বাইসাইকেলযোগে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ভারত থেকে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করেন জাফর (৬২)। কিন্তু তাকে পাকিস্তান ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। আর এ কারণে ‘ব্যতিক্রমী প্রতিবাদ’ জানাতে কাফনের কাপড় নিয়ে বাংলাদেশের সব জেলা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে ৪২টি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন বয়োবৃদ্ধ এই মুক্তিযোদ্ধা।

শুধুমাত্র ‘মুক্তিযোদ্ধা’ হওয়ায় তাকে পাকিস্তান ভ্রমণ করতে দেওয়া হয়নি। বিশ্ব ভ্রমণের স্বপ্ন পূরণ করতে দেওয়া হয়নি। এভাবেই দ্য রিপোর্টের এই সংবাদদাতার কাছে নিজের আক্ষেপের কথা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা জাফর।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে বাইসাইকেলে সফর শুরু করা এই মুক্তিযোদ্ধা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আসেন ১৬ জানুয়ারি। ১৮ জানুয়ারি তার সঙ্গে কথা হয় এই সংবাদদাতার।

তিনি জানান, ১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে দেশমাতৃকার স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে ৪নং সেক্টরে যুদ্ধ করেন। জীবনের শেষপ্রান্তে এসে তিনি বাইসাইকেলযোগে বিশ্ব ভ্রমণ করার ইচ্ছাপোষণ করেন। তিনি তার বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ভারত হয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ায় তাকে পাকিস্তানে প্রবেশে বাধা দেওয়া হয়।

তাই তিনি নীরবে পাকিস্তানবিরোধী মনোভাব পোষণ করে ‘প্রতিবাদ ভ্রমণ’ হিসেবে কাফনের কাপড় নিয়ে বাংলাদেশের সব জেলা ভ্রমণের সিদ্ধান্ত নেন।

জীবনের শেষপ্রান্তে তিনি তার এই সফরে কোনো কষ্ট-ক্লেশ অনুভব করেন না। তিনি বলেন, ‘শুধুমাত্র মুক্তিযোদ্ধা হওয়ায় আমাকে পাকিস্তান ভ্রমণের ভিসা দেওয়া হয়নি। তাই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে পাকিস্তানের মনোভাব সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে তার এই প্রতিবাদ ভ্রমণ।’

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি তার এই প্রতিবাদ সফরের যাত্রা শুরু। ইতোমধ্যে ৪২টি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন মাদারীপুর জেলার কালকিনী উপজেলার পূর্ব কমলাপুর গ্রামে জন্মগ্রহণকারী এই মুক্তিযোদ্ধা।

নিজ জীবনের বিভিন্ন চড়াই-উতরায়ের গল্প তুলে ধরে দ্য রিপোর্টকে তিনি জানান, সারাটা জীবন তিনি মানবসেবায় কাটিয়েছেন। বাকি জীবনটাও এমনি করে মানবসেবায় কাটিয়ে দিতে চান। তার দৃঢ়কণ্ঠে পাকিস্তানের বিরোধিতা এবং ’৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের শাস্তির রায় কার্যকরের দৃঢ় আশাবাদ।

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দুর্ভাগা শ্রমিকদের উদ্ধারকাজে অংশগ্রহণের ২০ দিনের অসীম সাহসিকতার গল্পও শোনান তিনি। তার এই দেশপ্রেম ও মানবসেবার অতুলনীয় দৃষ্টান্ত প্রজন্ম থেকে প্রজন্মতর চিরভাস্বর হয়ে থাকবে।

(দ্য রিপোর্ট/এমএ/এমএআর/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)