দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের প্রস্তাবিত নতুন সংবিধান অনুমোদনের পক্ষে ৯৮.১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আমলের সংবিধান পরিবর্তন করে নতুন এই খসড়া সংবিধান প্রণয়ন করা হয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের প্রধান নাবিল সালিব এই ভোটগ্রহণকে ‘অতুলনীয় সাফল্য’ বলে উল্লেখ করেছেন।

এর আগে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নতুন সংবিধানে মিসরের নাগরিকদের যে অধিকার ও স্বাধীনতা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান।

গত সপ্তাহের মঙ্গল ও বুধবার নতুন সংবিধান অনুমোদনের জন্য গণভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে মুসরির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড এই গণভোট বর্জন করে।

গণভোটের প্রথম দিন সহিংসতায় মুসরির সমর্থকসহ বেশ কয়েকজন নিহতও হয়েছেন।

এ ছাড়া শুক্রবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)