কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
কক্সবাজার সংবাদদাতা : ১৮ দলের ডাকে কক্সবাজারে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মঙ্গলবার হরতাল চলাকালে জামায়াতের তিন ও চকরিয়ায় বিএনপির দুই কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।
সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে শহরে দোকানপাট বন্ধ রয়েছে। দু-একটি রিকশা চলাচল করলেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না বলে জানা যায়।
জেলা প্রশাসকের কার্যালয়, পৌর ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। হরতালে রাস্তায় বিএনপির কোনো কর্মী দেখা না গেলেও মিছিল করেছে জামায়াত-শিবির।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানিয়েছেন, হরতালে নাশকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দেশব্যাপী টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে মঙ্গলবার সন্ধ্যায় কুতুবদিয়ায় পুলিশের গুলিতে তিন জামায়াত কর্মী ও চকরিয়ায় দুই বিএনপি কর্মী নিহত হন। পরে স্থানীয় ১৮ দল বৃহস্পতিবার কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/অক্টোবর ৩১, ২০১৩)