ডোমারে জামায়াতকর্মী আটক
নীলফামারী সংবাদদাতা : ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ডোমার উপজেলার ডুগডুগি বড়গাছা কেন্দ্রে সহিংসতার অভিযোগে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে জেলার ডোমার উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামায়াতকর্মী হলেন উপজেলা সদরের চান্দিনাপাড়া এলাকার মনসুর আলীর ছেলে শাহাজাহান আলী (৩৭)। তিনি পেশায় পল্লী চিকিৎসক।
ডোমার থানার এসআই শাহীনুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, গ্রেফতার শাহাজাহানকে ডোমার উপজেলার একাধিক ভোটকেন্দ্রে সহিংসতার অভিযোগে দায়ের করা ৩নং মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে নির্বাচনী সহিংসতায় ডোমার উপজেলায় দুটি মামলা হওয়ায় পুরুষশূন্য হয়ে পড়েছে উপজেলার সোনারায় ইউনিয়ন।
(দ্য রিপোর্ট/এএম/এএস/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)