নাটোরে আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৩
নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ নেতা ও কলম ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটকরা হলেন উপজেলার দড়িমহিষমারী গ্রামের সরাফত আলীর ছেলে মোমিন আলী, আহাদ আলীর ছেলে শ্যামল আলী ও বিলদহর গ্রামের মহসীন আলীর ছেলে মোটরসাইকেল ব্যবসায়ী রাব্বানী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাঁওইল গ্রামে সন্ত্রাসীরা কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান ফনুকে কুপিয়ে জখম করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযানে রাতে তিনজনকে গ্রেফতার করা হয়।
(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)