পাকিস্তানে চেকপোস্টে বিস্ফোরণ, ১৬ নিরাপত্তারক্ষী নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় একটি চেকপোস্টে বিস্ফোরণে ১৬ জন নিরাপত্তারক্ষী নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
চানট্ট এলাকার আমনদি গেট ও রাজমাক ক্যাডেট কলেজের কাছে রবিবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর জরুরি বিভাগ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে।
নিরাপত্তারক্ষীরা পুরো এলাকা ঘিরে রেখেছে। এ বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে। (সূত্র: দ্য ডন, রয়টার্স)
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/জানুয়ারি ১৯, ২০১৪)