রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় ফজর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে পবার তেঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলীর বাড়ি পবা উপজেলার বসন্তপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে রাজশাহী থেকে তানোরগামী যাত্রীবাহী বাস তেঘর এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফজর আলীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)