কল্যাণের সংশোধন
দ্য রিপোর্ট প্রতিবেদক : একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নির্মিত টেলিফিল্মে অভিনয় করছেন অভিনেতা কল্যাণ কোড়াইয়া। ‘সংশোধন’ নামে এই টেলিফিল্মটি পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম।
টেলিফিল্মটি সম্পর্কে কল্যাণ দ্য রিপোর্টকে বলেন, ‘ভালোবাসা ও ভাষা নিয়ে এ সময়ের গল্প ‘সংশোধন’। গল্পে দেখা যাবে, আমি এক মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। কিন্তু তার সম্পর্কে জানা যায়, তার বাবা পাকিস্তানী। এ কারণে আমার দাদা আমাদের সম্পর্ক মেনে নেন না। এদিকে জানা যায়, আমার বাবা ৮০’র দশকে মোটা বেতনে এক চাকরি পান। সেই চাকরির সুবাদে তাকে পাকিস্তানে যেতে হতো। উর্দু ভাষাও শিখতে হতো। সেটাও আমার দাদা মেনে নেননি। যে ভাষার জন্য আমরা সংগ্রাম করেছি, সেই ভাষাকে ছাপিয়ে আবারও উর্দু? দাদার কাছে উর্দু ভাষা ও পাকিস্তান অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। এরপর কী হবে, তা দর্শক দেখলে বুঝতে পারবে।’
টেলিফিল্মটিতে কল্যাণ ছাড়াও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। ২১ ফেব্রুয়ারি এসএ টিভিতে প্রচার হবে ‘সংশোধন’।
এ ছাড়া কল্যাণ তার চলচ্চিত্র সম্পর্কে বলেন, ‘মুম্বাইয়ে খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়েছে। মার্চ বা এপ্রিলে এটি মুক্তি পেতে পারে। দেশের পরিস্থিতি আরও স্বাভাবিক হোক, তারপর। আর নতুন কোনো চলচ্চিত্র শুরু করিনি।’
(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)