যশোর সংবাদদাতা : টাস্কফোর্স সদস্যরা রবিবার সকালে হুন্ডির এক কোটি ১৬ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছেন।

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড় থেকে সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান, মোশাররফ হোসেনের ছেলে মেহেদি হাসান ও আহমদ আলীর ছেলে আব্দুর রহিম।

টাস্কফোর্স সূত্রে জানা যায়, উল্লেখিতরা দুটি প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো খ ১১-৫৬২৪ ও ঢাকা মেট্রো খ ১১-৪৬৪৯) বেনাপোল থেকে যশোরের দিকে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের নেতৃত্বে টাস্কফোর্স সদস্যরা আগেই চাঁচড়া মোড়ে অবস্থান নেন।

যশোর ২৬ বিজিবির কমান্ডার লে. কর্নেল মতিউর দ্য রিপোর্টকে জানান, তাদের কাছে খবর ছিল হুন্ডির টাকাসহ দুটি গাড়ি যশোরের দিকে আসছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম দ্য রিপোর্টকে বলেন, আটকরা টাকার বৈধ উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ফলে জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হবে।

টাস্কফোর্সে অন্যান্যের মধ্যে বিজিবির মেজর আনিস ও পুলিশের উপ-পরিদর্শক মাহবুব ছিলেন।

(দ্য রিপোর্ট/জেএম/এএস/এএল/জানুয়ারি ১৯, ২০১৪)