ফেনী সংবাদদাতা : ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য ও ব্যবসায়ীসহ দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের কলঘর নামক স্থানে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহিম (৩০) নামে এক আনসার সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহত আনসার সদস্যের বাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজেশপুর গ্রামে। তিনি সোনাগাজী আনসার অফিসে চাকরি করতেন।

অপরদিকে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা নামক স্থানে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় লিটন চন্দ্র দাস (৩২) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত লিটন শ্যালিকাকে ঢাকা-চট্টগ্রাম নাসির মেমোরিয়াল কলেজে পৌঁছে দিয়ে শ্বশুরবাড়ি ফিরছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।

আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মৃতদেহ ফেনী জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/সা/জানুয়ারি ১৯, ২০১৪)