এরশাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই : রওশন
সাভার সংবাদদাতা : ‘পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রবিবার দুপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার অন্য কাজে ব্যস্ত থাকায় তারা স্মৃতিসৌধে আসতে পারেননি। সময় হলে তিনিও (এরশাদ) স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এর আগে রবিবার দুপুর একটার সময় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান। পরে শহীদ বেদির সামনে গিয়ে ফুল দিয়ে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ফিরোজ রশীদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমডি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)