বরিশাল সংবাদদাতা : বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকায় আগুনে পুড়ে গেছে পাটের ঝুট রাখার গোডাউন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক ছগির তালুকদার।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হাসিব আকন্দ জানান, খবর পেয়ে তাদের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এএস/সা/জানুয়ারি ১৯, ২০১৪)