লালমনিরহাট সংবাদদাতা : ভোটকেন্দ্রে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের পাঁচকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সদর ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার বিএনপিকর্মী আবেদ আলী (৩৭) ও নীলফামারী জেলার জলঢাকা এলাকার জামায়াতকর্মী লিটন আক্তারকে (২৫) বুড়িমারী এলাকা থেকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

অন্যদিকে, আব্দুল খালেক (৩২), লিটন মিয়া (৩৩) ও আসাদুজ্জামান ভুট্টু (৪৫) নামে তিন বিএনপিকর্মীকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ ।

তাদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার মাহফুজুল আল আসাদ বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, তাদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, ভোটকেন্দ্রে হামলা ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/টিআই/কেএন/সা/জানুয়ারি ১৯, ২০১৪)