রাবিতে ভর্তির আগেই সেশনজটে হাজারো শিক্ষার্থী
রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল গত বছর। নতুন বছরে ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু বিভন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে ভর্তি কার্যক্রম এখনও শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে ৩ হাজার ৯২৫টি আসনে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীরা সেশনজটে পড়তে যাচ্ছেন। ফলে, আগামী কয়েকটি শিক্ষাবর্ষেও এর প্রভাব পড়তে পারে।
রাবি উপাচার্য প্রফেসর ড. মিজানউদ্দিন বলেন, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ৫ বার ঘোষণা করার পরও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২৩ থেকে ২৭ জানুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ৮ ইউনিটের সময়সূচিও প্রকাশ করেছি। এ সময় কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকায় পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।
নতুন বর্ষে ক্লাস শুরুর ব্যাপারে উপ-উপাচার্য প্রফেসর ড. সারওয়ার জাহান সজল দ্য রিপোর্টকে বলেন, প্রতিবছর জানুয়ারির প্রথম থেকে শুরু হয় নতুন বর্ষের ক্লাস-পরীক্ষা। কিন্তু এবার তা আর সম্ভব হয়নি। অনেক বিড়ম্বনার পর জানুয়ারির শেষের দিকে ষষ্ঠবারের মতো পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার কাজ সম্পন্ন হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই হয়তবা সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব। এরপর শুরু হবে বিভিন্ন বিভাগভিত্তিক সাক্ষাৎকার।
মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে নতুন সেশনের ক্লাস চালু হতে পারে। এতে করে রাবিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অন্তত ৬ মাসের সেশনজটে পড়তে পারেন। আর এই সেশনজটের প্রভাব আগামী চার-পাঁচ বছর থাকতে পারে। এতে করে এখানে ভর্তির আগেই হাজার হাজার শিক্ষার্থী সেশনজটের কবলে পড়তে যাচ্ছেন। এতে করে বিশ্ববিদ্যালয় এক মহাসংকটে পড়তে পারে বলে মনে করেন তিনি।
প্রতিবারের মতো এবারও ৮টি ইউনিটে ৩ হাজার ৯২৫টি আসনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সব আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে এক লাখ ৬৮ হাজার ২২৪টি। প্রতিআসনে লড়বেন ৪৩ জন শিক্ষার্থী।
(দ্য রিপোর্ট/এমএ/এফএস/এএস/সা/জানুয়ারি ১৯, ২০১৪)