বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাথী (৩৫) নামে বাংলাদেশি যুবক আহত হয়েছেন। রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাথী মুন্সীপুর স্কুলপাড়ার মরহুম তজু মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীপুর সীমান্তের ৯৩ খাম্বার মেইন পিলার এলাকা দিয়ে ৪-৫ জন বাংলাদেশি ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাথী গুলিবিদ্ধ হন।
তবে সাথীর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করলেও তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস.এম. মনিরুজ্জামান জানান, তিনি এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আহত সাথীর বাড়িতে বিজিবি সদস্যদের পাঠিয়েছিলেন। কিন্তু তার পরিবার এ ঘটনা অস্বীকার করেছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/আরআর/কেএন/এএস/সা/জানুয়ারি ১৯, ২০১৪)