সিরাজগঞ্জে পিস্তলসহ যুবক গ্রেফতার
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ হাবিবুর রহমান (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ী থেকে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ হাবিবুরকে গ্রেফতার করা হয়।
হাবিবুর রহমান নাটোরের নলডাঙ্গা উপজেলার আড়িয়াহাটি গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, গোপন সংবাদেরভিত্তিতে তল্লাশি চালিয়ে ঢাকাগামী একটি বাস থেকে পিস্তল ও গুলিসহ হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএ/এফএস/এএস/সা/জানুয়ারি ১৯, ২০১৪)