স্থগিত কুড়িগ্রাম-৪ আসনে ভোটগ্রহণের আদেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের স্থগিত দু’টি ভোটকেন্দ্রের পুনরায় ভোটগ্রহণের আদেশ দিয়েছেন আদালত। দুইবার স্থগিতের পর এ আদেশের ফলে ভোটগ্রহণে আর কোনো বাধা থাকল না।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে আপিল শুনানি শেষে রবিবার এ আদেশ দেন।
আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের এক আবেদনের প্রেক্ষিতে ১৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ ওই দুই ভোটকেন্দ্রের ভোটগ্রহণে স্থগিত আদেশ দিয়েছিলেন।
এরপর হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
কেন্দ্র দুটি হল রৌমারি কেরামতিয়া সিনিয়র মাদ্রাসা ও চর বন্দ্রবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে সহিংসতার কারণে ৫ জানুয়ারি এ আসনের দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ওই আসনের মোট ১০৬টি কেন্দ্রের মধ্যে ভোট হয়ে যাওয়া ১০৪ কেন্দ্রে বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুহুল আমিন ৩০ হাজার ৫৪৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগের জাকির হোসেন পেয়েছেন ২৩ হাজার ৯৪৬ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ছয় হাজার ৫৯৮টি। আর স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট সংখ্যা সাত হাজার ২৫৭টি।
(দ্য রিপোর্ট/এসএ/এপি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)