১০ ট্রাক অস্ত্র মামলার আইও’র পরবর্তী শুনানি বৃহস্পতিবার
দ্য রিপোর্ট প্রতিবেদক : আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তাকে (আইও) পুনরায় জেরা করার জন্য আবেদনের ওপর হাই কোর্টে শুনানি শুরু হয়েছে।
রবিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
চট্টগ্রামের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আগামী ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আহাদুর রহমানকে পুনরায় জেরা করার নির্দেশনা চেয়ে এনএসআইয়ের তৎকালীন ফিল্ড অফিসার আকবর হোসেন খান ১২ জানুয়ারি আবেদনটি করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন এডভোকেট শাহ মঞ্জরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়।
(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)