দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

এশিয়া মহাদেশের ৪৫টি দেশের ৫ জন ক্রীড়াব্যক্তিত্বকে বিশেষ (ক্রীড়াক্ষেত্র) অবদানের জন্য এই বিরল সম্মাননা প্রদান করেছেন ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট জেজিমার সি বিনে।

ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ৩২তম সাধারণ সভায় ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য এশিয়া মহাদেশের ৫ জন ক্রীড়াব্যক্তিতকে এই অ্যাওয়ার্ড প্রদান করার সিদ্ধান্ত হয়েছিল। ওসিএ মেরিট অ্যাওয়ার্ড প্রাপ্ত অপর ৪ জন হলেন এনওসি-থাইল্যান্ডের সভাপতি জেনারেল উথাসাক সাসিপ্রাফা, চীনের ন্যাঞ্জিং শহরের ভাইস মেয়র লিউ ইয়ান, এনওসি-নেপালের সভাপতি ধ্রুবা বাহাদুর প্রধান এবং এনওসি-ফিলিপাইনের সভাপতি জস কজুনাগো।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ১৯,২০১৪)